Аккорды Hasan Joy - Kobitar Gaan

Добавлено: @romashka
Дата добавления: 09 Июня 2025г.
Рейтинг:
0.0
Просмотров: 2
Strumming: D-U-C-U

[Intro]
Em
লাললালালা
Am
লালালালালা
D           C    B  Em
লালালালালালালালালালালালালা ।।

[Verse 1]
Em                  Am
যদি বারেবারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়,
D                    C   B     Em
তবে প্রেমিকা কোথায়  আর প্রেমই বা কোথায়?
Em                 Am
যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়,
D                  C   B     Em
তবে ইশারা কোথায়  আর আশারা কোথায়?
Em                Am
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
D                 C  B  Em
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
Em         Am           D B  Em
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
Em
লাললালালা
Am
লালালালালা
D           C    B  Em
লালালালালালালালালালালালালা ।।

[Verse 2]
Em                 Am
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়,
D                 C   B   Em
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়,
Em                 Am
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়,
D                 C   B   Em
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়,
Em           Am        D  B  Em
তবে শুনে দেখো প্রেমিকের গানও অসহায়।
Em
লাললালালা
Am
লালালালালা
D           C    B  Em
লালালালালালালালালালালালালা ।।

[Verse 3]
Em              Am
যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার,
D             C    B     Em
তবে অভিনয় হয় সবগুলো অভিসার।
Em                    Am
যদি ঝিলমিল নীল আলো কে ঢেকে দেয় আঁধার,
D                C      B      Em
তবে কি থাকে তোমার বলো কি থাকে আমার?
Em              Am
যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়,
D                C      B      Em
ক্যানো সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়?
Em          Am      D  B  Em
শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়।
Em
লাললালালা
Am
লালালালালা
D           C    B  Em
লালালালালালালালালালালালালা ।।

[Verse 4]
Em                  Am
যদি বারেবারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়,
D                    C   B     Em
তবে প্রেমিকা কোথায়  আর প্রেমই বা কোথায়?
Em                 Am
যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়,
D                  C   B     Em
তবে ইশারা কোথায়  আর আশারা কোথায়?
Em                Am
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
D                 C  B  Em
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
Em         Am           D B  Em
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
Em
লাললালালা
Am
লালালালালা
D           C    B  Em
লালালালালালালালালালালালালা ।।
Но если и музыка нас оставит, что будет тогда с нашим миром? (Гоголь)
Мы стремимся к созданию контента, соответствующего всем нормам законодательства и уважающего интеллектуальную собственность. Мы также придаем большое значение тому, чтобы не задеть никого и не оскорбить чьи-либо чувства. Если у вас есть вопросы или претензии по размещенному материалу, пожалуйста, сообщите нам об этом на указанный адрес электронной почты: complaint@rush-sound.ru.
Шрифт
-
0
+
Прокрутка
-
0
+
Стоп
Наверх