Аккорды Kaaktaal - গোলকধাঁধা

Добавлено: @romashka
Дата добавления: 19 Сентября 2024г.
Рейтинг:
0.0
Просмотров: 12
Strumming: D-U-D-U

[Chorus]
     Em       D         C     D
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
     Em         D          C        D
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
     Em       D         C     D
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা
     Em       D         C     D
আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।

[Verse 1]
     Em        D            C          D
যেন সকালে অকালে ভুল পথে চলে মিথ্যে আশার ফুলঝুরি মেনে
     Em       D       C         D
চপলা হৃদয় – হৃদয়ে প্রলয় – বুনেছে নতুন মুখোশ
     Em        D            C          D
কখনও ডানা মেলে ওই আকাশে উড়তে, কখনও গভীর অতলে তলিয়ে
     Em       D          C         D
হারিয়েছি পথ – চিনেছি বিপদ – পালিয়েছি করে আপোষ…
      Em         D    C
আমাতে ডুব দিলে পাবে নিকষ…

[chrous]
     Em       D         C     D
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
     Em         D          C        D
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
     Em       D         C     D
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা
     Em       D         C     D     Em
আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে মরীচিকা ।

[Verse 2]
     Em       D         C     D
চিনতে তুমি পারবে না – বুঝতে তুমি পারবে না
     Em         D          C        D
গোলোকধাঁধার কোথায় আঁধার – কোথায় আলোর ছটা
     Em       D         C     D
আমার মসৃণেতেও ফাটল – এই শান্ত জলের অন্তরালে
Em    D     C
প্রাণটা ভীষণ উতল…
     Em       D         C     D
রঙিন মুখোশগুলোই আমি সকল আঁধার আলোয় মিশে ধূসর –
Em    D     C
আমায় আমিই জানি…

[Outro]
     Em       D         C     D
এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে
     Em       D         C     D
যদি চাই – না চাই আমাকে মাফ করে দাও ভাই
     Em       D         C     D
আমি তোমার চাওয়া – না চাওয়ার ছায়াও না মাড়াই।
Музыка - это язык духа. Он открывает тайну жизни, приносящую мир и устраняющую раздоры (Халил Джебран)
Мы стремимся к созданию контента, соответствующего всем нормам законодательства и уважающего интеллектуальную собственность. Мы также придаем большое значение тому, чтобы не задеть никого и не оскорбить чьи-либо чувства. Если у вас есть вопросы или претензии по размещенному материалу, пожалуйста, сообщите нам об этом на указанный адрес электронной почты: complaint@rush-sound.ru.
Шрифт
-
0
+
Прокрутка
-
0
+
Стоп
Наверх